ভট্টপুকুর এলাকায় নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পুকুর সংস্কারের কথা বলেছিলেন সেই কাজ কতটা এগিয়েছে সেটাই খতিয়ে দেখতে মঙ্গলবার সেই এলাকায় মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা পরিদর্শনে যান। এলাকাবাসী ও এই সংস্কারের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে জানা যায়। মেয়র দীপক মজুমদার জানান আগরতলা পৌর নিগম দায়িত্ব নিয়ে এই কাজটি সম্পন্ন করবে। আগরতলা শহরের যে পুকুরগুলি পরিত্যক্ত এবং ব্যবহারের অপরিচক্ত সেই সবগুলি পুকুরকে সংস্কারের ব্যবস্থা করবে আগরতলা পৌরনিগম। তিনি আরো বলেন এই সংস্কারে সকলের সহযোগিতা প্রয়োজন।