পরিবেশকে দূষণমুক্ত রাখতে বনজ সম্পদের বিকল্প নেই। তাই বনজ সম্পদকে রক্ষা করার পাশাপাশি বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। আর সেই ভাবনা নিয়েই বিশ্ব বন দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানী আগরতলার রামনগরস্থিত বাণী বিদ্যাপীঠ গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হল এক বৃক্ষ রোপন কর্মসূচি। মেধা অন্বেষা আয়োজিত এদিনের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা যশোদা রিয়াং সহ স্কুলের অন্যান্য শিক্ষাকর্মী ও শিক্ষার্থীরা।এদিকে একই সাথে এদিন এই স্কুলে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ কৈশোর অভিযান কর্মসূচি। স্কুল কর্তৃপক্ষ আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন মেয়র। অভিযানের সূচনা করে মেয়র দীপক মজুমদার স্কুল ছাত্রীদের মধ্যে বিতরণ করলেন ট্যাবলেট।