মঙ্গলবার বিশ্ব বন দিবস উপলক্ষে অক্সিজেন পার্ক প্রাঙ্গন থেকে একটি সুসজ্জিত বাইসাইকেল রেলির আয়োজন করা হয় ।এই রেলিটি অক্সিজেন পার্ক থেকে শুরু করে হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় এসে শেষ হয় । এই বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন IAS জে কে সিনহা। এই মূল অনুষ্ঠানটি বনদপ্তরের উদ্যোগে করা হয়। এক আধিকারিক জানান প্রত্যেক বছর ২১ শে মার্চ পালন করা হয় বিশ্ব বন দিবস। এই বিশ্ব বনদিবস ২০১৩ সাল থেকে পালন করা হচ্ছে। তিনি বলেন নিজেদের শরীরকে সুস্থ রাখতে বাইসাইকেল চালানো খুবই জরুরি।