সোমবার আগরতলার ৮ নং টাউন বর্ধমান বিধানসভা মন্ডল এর উদ্যোগে শকুন্তলা রোড স্থিত মন্ডল অফিসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মন্ডল সভাপতি, সঞ্জয় সাহা। সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদার বলেন আগামী ২৬ তে মার্চ নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে রক্তদানের আয়োজন করা হয়েছেঐ রক্তদান শিবিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা পাশাপাশি ঐদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে জানান মেয়র দীপক মজুমদার বলেন সোমবার ৮ টাউন বদদোয়ালি মন্ডল এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন নির্বাচনের সময় রক্তদান শিবির খুবই কম ছিল সে ক্ষেত্রে বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সংকট দেখা দিয়েছে সেই চাহিদা মেটানোর লক্ষ্যে সরকারি বেসরকারি সংস্থাগুলিকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। এই ৮ টাউন বর্দোয়ালি মন্ডলের উদ্যোগে আগামী ২৬শে মার্চ নেতাজি স্কুল প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।