Tuesday, September 16, 2025
বাড়িখবররাজ্যজেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৪.০ সূচনা করেন মেয়র দীপক...

জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৪.০ সূচনা করেন মেয়র দীপক মজুমদার

মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযান ৪.০ জেলাভিত্তিক সূচনা করেন মেয়র দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন 39 নং ওয়ার্ডের কাউন্সিলর অলক রায় মহোদয় সহ অন্যান্যরা। উদ্যোক্তা আশ্রমপাড়া শহর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা। সোমবার থেকে শুরু হচ্ছে চলবে ২৮ মার্চ পর্যন্ত। কাউন্সিল র অলক রায় জানান কুড়ি তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা অঙ্গনারী ওয়ার্কাররা যাবেন পরিষেবা দেওয়ার লক্ষ্যে। পরবর্তী 25 তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত যারা বাকি থাকবে তাদের বাড়িতে গিয়ে এই পরিষেবা দেওয়া হবে। এই পরিষেবাতে প্রথমে যেটা রয়েছে টি টি ভেক্সিনেশন দশ বছর থেকে ১৬ বছর বয়সী যারা ভ্যাকসিনেশন নেননি তাদেরকে সনাক্ত করে ভেসিনেশন দেওয়া হবে। ওআরএস এবং জিংক ট্যাবলেট প্রদান করা হবে। আইরন ট্যাবলেট প্রদান করা হবে। বিভিন্ন বিষয়ে এডিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য