Tuesday, September 16, 2025
বাড়িখবররাজ্যইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সর্বকনিষ্ঠ কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন সন্তোষ গোপ

ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সর্বকনিষ্ঠ কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন সন্তোষ গোপ

ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সন্তোষ গোপ ইন্ডিয়ান জার্নালিস্টস ইউনিয়নের সর্বকনিষ্ঠ কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। আজ ছত্তিশগড়ের রায়পুরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন গীতার্থ পাঠক, মহাসচিব পদে পুনরায় নির্বাচিত সাবিনা ইন্দ্রজিৎ, সম্পাদক পদে প্রণব সরকার রিটার্নিং অফিসার রামথুং পামেল নির্বাচন শেষে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন। এই প্রথম ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের কার্যকরী কমিটিতে কনিষ্ঠতম সদস্য হিসেবে সন্তোষ গোপ ত্রিপুরা থেকে নির্বাচিত হয়েছে হয়েছেন। দু’দিন ব্যাপী জার্নালিস্টস ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন আজ সমাপ্ত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সদস্য বিনোদ কোহলি এবং সর্বভারতীয় নেতা সাবা করিম। দেশের প্রায় অধিকাংশ রাজ্য থেকে প্রতিনিধি উপস্থিত ছিলেন। IJU’র দুটি গোষ্ঠীর মধ্যে একত্রিকরণের প্রক্রিয়া শুরু হয়। এই ব্যাপারে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। IJU’র বিভিন্ন গোষ্ঠীর নেতৃত্বরাও সম্মেলনে উপস্থিত ছিলেন। উল্লেখ করা যেতে পারে, প্রণব সরকার এই নিয়ে দ্বিতীয়বার জার্নালিস্টস ইউনিয়নের সর্বভারতীয় সম্পাদক নির্বাচিত হয়েছেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য