রবিবার রাজধানীর গোর্খাবস্তিস্থিত খাদ্য দপ্তরে, দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকে মিলিত হন দপ্তরের নব নির্বাচিত মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী হবার পর এই প্রথম বৈঠকে বসলেন তিনি। এদিনের বৈঠকে মূলত কিভাবে এই খাদ্য ও জনসম্ভরণ দপ্তরের মাধ্যমে রাজ্যের প্রতিটি জেলার মানুষকে সুস্থ প্রশাসন উপহার দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়। এদিন মন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান প্রতি ঘরে সুশাসন রাজ্য সরকারের যে লক্ষ রয়েছে তা আরো এগিয়ে নিয়ে যাওয়ায় হল দপ্তরের এবং মন্ত্রী হিসাবে উনার প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন তিনি।