Tuesday, September 17, 2024
বাড়িখবররাজ্যব্লাড ব্যাংকে রক্তের সংকট দূরীকরণে এই উদ্যোগ প্রশংসনীয় - মুখ্যমন্ত্রী

ব্লাড ব্যাংকে রক্তের সংকট দূরীকরণে এই উদ্যোগ প্রশংসনীয় – মুখ্যমন্ত্রী

রবিবার রাজধানীর প্রধান রেফারেল হাসপাতাল জিবি ও আইজিএমে ISCCM আগরতলা শাখার উদ্যোগে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয় , এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহাসহ হাসপাতালের ডাক্তার, নার্স সহ আরো অন্যান্য কর্মীরা। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন রক্তদান মহৎ কাজ। রক্তের কোন বিকল্প নেই। একমাত্র রক্তদানের মাধ্যমেই রক্তের চাহিদা পূরণ সম্ভব। রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তস্বল্পতা দেখা দিয়েছিলো ,তিনি আবেদন রেখেছিলেন সবাই যেন ভলান্টিয়ারি রক্তদানে এগিয়ে আসেন তাতে সাড়া দিয়ে আজকের এই রক্তদান কর্মসূচি বলে জানান ও বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দূরীকরণে এই উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিনের রক্তদান কর্মসূচিতে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য