বুধবার বিধানসভার প্রোটেম স্পিকার হিসাবে শপথ গ্রহণ করলেন বিধায়ক বিনয় ভূষণ দাস। রাজভবনে বিনয় ভূষণ দাসকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য। বুধবার জাতীয় সংগীত পরিবেশন করে শপথ বাক্য পাঠ করার অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শেষে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নয়া প্রোটেম স্পিকারকে পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ মন্ত্রী সভার অন্যান্য সদস্য সদস্যারা। তাছাড়া বৃহস্পতিবার বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের বিধায়করা বিধানসভায় শপথ গ্রহণ করবেন। শুক্রবার প্রোটেম স্পিকারের কক্ষে শপথ গ্রহণ করবেন তিপ্রা মথার ১৩ জন বিধায়ক, বিধায়িকারা। তাঁদেরকে শপথ বাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস।