মুখ্যমন্ত্রী হিসাবে দিল্লির ভাজপা নেতৃত্বে আস্থা ডাঃ মানিক সাহা’তেই। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী হিসাবে মানিক সাহা শপথও নিয়ে নিয়েছেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা ধনপুর কেন্দ্র থেকে জয়ী প্রতিমা ভৌমিক’কে কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রীতেই রাখতে চাইছেন ভাজপা নেতৃত্ব। যেহেতু বিজেপি দলে শেষ কথা বলার মালিক সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাই কেন্দ্রীয় নেতৃত্বের আদেশকে শিরোধার্য করে দিল্লিতেই ফিরে যাচ্ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বুধবার ধনপুর কেন্দ্র থেকে জয়ী হওয়া প্রতিমা ভৌমিক পদত্যাগ করে দিল্লির কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদেই বহাল থাকবেন তিনি। এবারের বিধানসভা ভোটের আগে থেকেই মুখ্যমন্ত্রীর দৌড়ে অন্যদের মধ্যে ছিলেন প্রতিমা ভৌমিকও। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব মানিক সাহাতেই আস্থা রেখেছেন। সর্বোপরি ব্যক্তি হিসাবেও সজ্জ্বন এবং স্বচ্ছ ইমেজের ছিলেন তিনি। যার কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব মানিক সাহার হাতেই পুনরায় রাজ্যপাট তুলে দেন। বিধায়ক পথ থেকে পদত্যাগ করলেন ধনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা প্রতিমা ভৌমিক। বুধবার বিধানসভায় প্রোটেম স্পীকার বিনয় ভূষণ দাসের নিকট তিনি পদত্যাগ পত্র তুলে দেন ।