মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ এর রাজ্য ভিত্তিক অনুষ্ঠান হয়। এদিন এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তাছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায়, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, অধিকর্তা এল রাঙ্খল সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন স্বসহায়ক দলের মাধ্যমে বহু মেয়েরা আর্থিক ভাবে স্বচ্ছল হয়েছে। পুরুষদের তাদের সাথে সমান অংশীদার হয়ে কাজ করতে হবে। তাছাড়া বক্তব্য রাখতে গিয়ে বলেন তিনি আরো বলেন ২০১৮ সালের নির্বাচনে মাত্র তিনজন বিধায়িকা নির্বাচিত হয়েছিলেন। এবারের বিধানসভায় বিধায়িকার সংখ্যা নয় জন। ৬০ জন সদস্যদের মধ্যে ৯ জন মহিলা সদস্যা। এটাই রাজ্যের পরিবর্তন বলে জানান তিনি।