Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যতিনি এবার মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবেন - বিপ্লব কুমার দেব

তিনি এবার মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবেন – বিপ্লব কুমার দেব

৫৩-কৈলাসহর বিধানসভা এবং ৫২-চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের প্রচারে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং মংগলবার দুপুরে কৈলাসহরে এসে জোড়ো প্রচার করে গেলেন। কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয় বিজেপি দলের বিজয় সংকল্প জনসভা। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সাথে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, জেলা সভাপতি পবিত্র দেবনাথ, কৈলাসহর ও চন্ডিপুর কেন্দ্রের প্রার্থী মবস্বর আলী ও টিঙ্কু রায়। সমাবেশে লোকসংখ্যা কম হওয়ায় অনুষ্ঠান বিলম্বে শুরু হলেও মাঠ অর্ধেক ভরেনি। মাঠের অর্ধেক চেয়ার ছিল ফাঁকা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী ও সাংসদ হেলিকপ্টার যুগে কৈলাসহর আসার পর ঊনকোটি কলাক্ষেত্রে কিছুটা সময় বিশ্রাম নেন। বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন কৈলাসহরে এয়ারপোর্ট চালুর জন্য ব্যবস্থা করা হচ্ছে। ঊনকোটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থানে চলে গেছে। ৭৫০ কোটি টাকা খরচ করে ধর্মনগর, কৈলাসহর ও পেচারতল হয়ে রেলপথ তৈরির কাজ ইতিমধ্যে শুরু হবে। তিনি কংগ্রেস ও সিপিআইএমকে বলেন মানুষের কাছে ভোট চাওয়ার আগে মাথা মুন্ডন করার জন্য। এবার বীরজিৎ সিনহা সিপিএমের কাঁধে উঠে ভোট চাইছেন। তিনি বলেন কৈলাসহর চন্ডিপুর আসনে দুটি পদ্মফুল ফুটানোর জন্য। তিনি এবার মানুষের ভাগ্য পরিবর্তন করে দেবেন। জনসভায় প্রধান বক্তা রাজনাথ সিং বলেন, বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যের ডাইনামিক মুখ্যমন্ত্রী ছিলেন। এখন দেশের হয়ে কাজ করার জন্য উনাকে রাজ্যসভায় নেওয়া হয়েছে। ত্রিপুরা একটি ছোট্ট প্রদেশ ৪৫ লক্ষ জনগণের বাস এখানে। ত্রিপুরার লোক জীবনে অনেক উপর নিচ দেখেছে। তারপরও ভারতের মাটির সঙ্গে জুড়ে রয়েছে। মাতা ত্রিপুরা সুন্দরীর মাটি ত্রিপুরায়। যেদিন থেকে মোদির সরকার হয়েছে সেই দিন থেকে সবার ঘরে বিদ্যুৎ এসেছে। গরিব মা-বোনের জন্য ঘরে শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে। যেসব বাড়িতে এখনো তৈরি করা হয়নি সেখানেও তৈরি করে দেওয়া হবে। ২০১৮ সালের আগে ত্রিপুরায় সিপিআইএমের সরকার ছিল। বিজেপি দলের কোন অস্তিত্ব ছিল না। আগে সব সিপিআইএম ছিল। ২০১৮ সালে বিজেপি দলকে জিরো থেকে সুপার হিরো বানিয়েছে ত্রিপুরার মানুষ। ২০১৮ সালে রোড শোয়ে এসে বুঝে গিয়েছিলাম বিজেপির সরকার হবে এবং হয়েছে। এখন ত্রিপুরায় মানিক সাহার নেতৃত্বে বিকাশ চলছে। ২০১৮ সালের পর ত্রিপুরায় সুরাজ এসেছে। আগে আগে ত্রিপুরায় এসে দেখেছিলাম ত্রিপুরার ছাত্র-ছাত্রীরা হারিকেনের নিচে পড়তো। এখন সবার ঘরে বিদ্যুৎ এসেছে। সিপিআইএম বলতো তারা গরীবের সরকার। কিন্তু এই সরকার ত্রিপুরার মানুষকে শোষণ করেছে। এর জন্য জনগণ পাল্টে দিয়েছে। নর্থ ইস্ট এর মধ্যে এক নম্বর রাজ্য হবে ত্রিপুরা। ত্রিপুরায় এখন বিদ্যুৎ তৈরি হচ্ছে এবং বাংলাদেশে যাচ্ছে। এখানে মা-বোনেদের দেখেছি মাথায় করে কলসি দিয়ে জল আনতে। পাঁচ বছরে পাইপ দিয়ে ঘরে ঘরে জল যাচ্ছে। বিজেপি দল বচন রাখে। বর্তমানে ত্রিপুরায় অনেক বড় পরিবর্তন হয়েছে কানেক্টিভিটি হয়েছে। ত্রিপুরায় হীরা মিলেছে। এখানে এমন জিনিস উৎপাদন হয় যা অন্য রাজ্যের প্রয়োজন। প্রধানমন্ত্রী এখানের জিনিস বাইরে নিয়ে বিক্রি করার জন্য ব্যবস্থা করেছেন। এখন এখানের জিনিস বাইরে যাচ্ছে। এখন ইন্টারন্যাশনাল হাইওয়ে হচ্ছে। এখানের জিনিস ব্যাংকক থাইল্যান্ড নিয়ে যাওয়া যাবে। প্রধানমন্ত্রী বলেছেন এখন প্রত্যেক জেলায় মেডিকেল কলেজ করা হবে। বিজেপি সরকার না আসলে ২০১৮ সালের পর সবার ঘরে জল বিদ্যুৎ পৌছত না। সাড়ে ১২ লক্ষ মানুষ আয়ুষ্মান কার্ড পেয়েছে ত্রিপুরায়। আগে নির্বাচনী হিংসা হতো, এখন হিংসা হচ্ছে না। এখন হিংসা হলে তার স্থান হবে সরকারের জেল ঘরে। দেশে প্রথম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী আদিবাসীদের জন্য আলাদা মন্ত্রণালয় বানান। আগে আদিবাসীদের বাজেট ছিল ৩১ হাজার কোটি টাকা। বর্তমানে তা ৮৮ হাজার কোটি টাকা করা হয়েছে। এক লক্ষ কুড়ি হাজার লোকের ভূমির পাট্টা দেওয়া হয়েছে। সমাজের প্রত্যেক স্তরের মানুষের চিন্তা করে একমাত্র বিজেপি দল। দেশে প্রথম আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি বানানো হয়েছে। আগে ভারত দুর্বল ছিল। ভারতের মাথা উপরে তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখন দুনিয়ার মঞ্চে কথা বললে সব দেশের লোক শুনেন। কোভিডের সময় পৃথিবীর কোন দেশ প্রত্যেক ব্যক্তিকে ভ্যাকসিন দিতে পারেনি। একমাত্র ভারতবর্ষ সেটা করতে পেরেছে। অবশেষে তিনি চন্ডিপুর ও কৈলাসহর কেন্দ্রের দুই প্রার্থীকে জয়ী করার আহ্বান রেখে মঞ্চে দুই প্রার্থীকে তোলে ধরেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − fifteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য