Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যকংগ্রেস দল দুর্নীতিবাজ আর কমিউনিস্টরা হচ্ছে ক্রিমিনাল, এমনটাই মন্তব্য করলেন বিজেপি আইপিএফটি...

কংগ্রেস দল দুর্নীতিবাজ আর কমিউনিস্টরা হচ্ছে ক্রিমিনাল, এমনটাই মন্তব্য করলেন বিজেপি আইপিএফটি জোট প্রার্থীদের সমর্থনে খোয়াই বিমানবন্দর মাঠে এক নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ

কংগ্রেস দল হচ্ছে দুর্নীতিবাজের দল আর কমিউনিস্টরা হচ্ছে ক্রিমিনাল কারণ কংগ্রেস ও সিপিএম রাজ্যে কুস্তি কেন্দ্রে তাদের দোস্তি এই বিষয়টা এবারের নির্বাচনে সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে কংগ্রেস সিপিএম জোট হয়ে। না হলে দুই মতাদর্শের দুই দল এক হয়ে বিজেপিকে হটানোর জন্য জোট হয়ে উঠে পড়ে লেগেছে তাই এই দুই রাজনৈতিক দলকে চিরতরে রাজ্য থেকে বিতাড়িত করতে হবে এবং রাজ্যবাসী ও তাই চাইছে। তাই ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়েছে কমিউনিস্টরা একমাত্র ত্রিপুরায় অল্প সংখ্যক রয়েছে তারাও মুছে যাবে এবারের নির্বাচনে। কংগ্রেসের অস্তিত্ব বিলুপ্তের পথে। মঙ্গলবার বিকালে খোয়াই বিমানবন্দর মাঠে আসন্ন বিধানসভা নির্বাচনের বিজেপি আইপিএফটি জোটের মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত এক জন সমাবেশে এভাবেই বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ । সমাবেশে প্রধান বক্তার ভাষণে অমিত সাহ বলেন, ত্রিপুরা অগ্রগতি ও বিকাশের পথে এগোচ্ছে। আগামী পাঁচ বছরে ত্রিপুরা নর্থ ইস্ট জোনের মধ্যে এক সমৃদ্ধশালী প্রদেশ হিসেবে গড়ে উঠবে।২০১৮ সালে মোদীজির নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি সরকার গঠন হয়েছে। অমিত শাহ এও বলেন ২০১৮ সালে চলো পাল্টাই আমরা স্লোগান তুলেছিলাম, ত্রিপুরার জনগণ ও তা মেনে নিয়ে সরকার পরিবর্তন করেছে। এবং রাজ্যে বিজেপি সরকার গঠন হয়েছে। চলো পাল্টাই আমরা সরকার পরিবর্তনের জন্য বলেনি কিংবা মুখ্যমন্ত্রী পরিবর্তনের জন্যেও বলিনি। আমরা চেয়েছি সিপিএমের রাজত্বে রাজ্যে যে ধরনের হিংসার রাজনীতি চলছিল সেই পরিস্থিতি থেকে ত্রিপুরাবাসীকে মুক্ত করার জন্য। কমিউনিস্টদের আমলে রাজ্যে চারদিকে খুন ,সন্ত্রাস ধর্ষণের মত ঘটনা প্রতিদিন গঠতে দেখা গেছে। কিন্তু বিজেপির গত পাঁচ বছরের শাসনকালে অপরাধ 30 শতাংশ কমে এসেছে। মোদীজির নেতৃত্বে সমগ্র দেশ আজ বিকাশের পথে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বিশ্ব দরবারে মোদিজীর সম্মান ব্যাপক বেড়েছে। সন্ত্রাস বাদিদের বিরুদ্ধে মোদীজি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, পাকিস্তান ভারতবর্ষে সন্ত্রাসীদের প্রেরণ করতো অন্যদিকে প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইক এবং ইয়ার স্ট্রাইক এর মাধ্যমে মোদীজি এর যোগ্য জবাব দিয়েছে। ৯০০০ উগ্রবাদী ইতিমধ্যে আত্মসমর্পণ করেছে। সমস্ত বিশ্ববাসী মোদিজীর ভাষণ শোনার জন্য অধীর আগ্রহে থাকেন। জনজাতি এবং আদিবাসী ভাই বোনদের একমাত্র কল্যাণ সম্ভব মোদিজীর শাসনকালে।তাই ত্রিপুরাকে এক সমৃদ্ধশালী প্রদেশ হিসেবে গড়ে তুলতে হবে তার জন্য আরো পাঁচ বছর সময় প্রয়োজন। পাঁচ বছরে ত্রিপুরা নর্থইস্ট এর মধ্যে এক সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে উঠবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অমিত সাহ। তিনি বলেন ত্রিপুরা সরকার আয় করার জন্য বিভিন্ন উৎস তৈরি করেছে। বর্তমানে রাজ্যের কৃষকদের আয় বেড়েছে। দেশের সাথে ত্রিপুরা ও অগ্রগতির পথে এগিয়ে যাবে। তার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোটের মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, রাজ্যের নির্বাচনী ইনচার্জ মহেশ শর্মা, সাংসদ রেবতি ত্রিপুরা, বিজেপি খোয়াই জেলা নির্বাচনী ইনচার্জ সমীর কুমার দাস, বিধায়িকা কল্যাণী রায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, প্রশান্ত দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য