সিপিআইএম ও কংগ্রেস কর্মী সমর্থকদের অংশগ্রহণে এদিন দুপুরে মোহনপুরের তুলাবাগান চৌমুহনী থেকে শুরু হয় মিছিলটি মোহনপুর শহর পরিক্রমা করে মোহনপুর বাজারে গিয়ে শেষ হয়।রাজ্য কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন,সিপিআইএম পার্টি পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস,কংগ্রেস প্রার্থী প্রশান্ত সেন চৌধুরী ছিলেন উক্ত মিছিলের নেতৃত্বে।মোহনপুর বাজারে সিপিআইএম ও কংগ্রেস দলের যৌথ এই মিছিলটি শেষে সেখানে অংশগ্রহণ থাকা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষন রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন তিনি স্বচ্ছতার সাথে রাজনীতি করেন তিনি বলেন কংগ্রেস ছেড়েছি কেন ছেরেছিলাম তা রাজ্যের মানুষ জানে । পদযাত্রায় তোলা স্লোগান নিয়ে তিনি কটাখ্য করে বলেন কিছু মর্খ্য লোক ইনক্লাব স্লোগান এর অর্থ জানে না । ইনক্লাব জিন্দাবত স্লোগান্টা স্বাধীনতা সংগ্রামী কংগ্রেসের দেওয়া । প্রত্যেক স্বাধীনতা সংগ্রামীরা এই স্লোগান তুলেছিলেন। তিনি আরও বলেন জে ওনার থেকে প্রার্থী প্রশান্ত সেন চৌধুরী ভালো কাজ করবেন মহনপুরের হয়ে। ওনাকে সুযোগ দেওয়ার আহ্বান রাখেন সুদীপ রায় বর্মন । সুদীপ রায় বলেন ভুল করেছিলাম আজ প্রায়চিত্ত করতে আসা । এদিনের মিছিলে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পরার মতো ।



