Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যবিজেপির উদ্দ্যোগে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে অনুষ্ঠীতহয় বিজয় সংকল্প জনসভা

বিজেপির উদ্দ্যোগে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়মাঠে অনুষ্ঠীতহয় বিজয় সংকল্প জনসভা

হাতেগুনা আর কিছুদিনপর অনুষ্ঠীত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বচানে দক্ষিন জেলায় বিজেপি ও আই পি এফ টি মনোনিত প্রার্থীদের বিপুলভোটে জয়যুক্তকরারলক্ষ্যে দক্ষিন জেলার সমস্ত বিজেপি ও আই পি এফ টি প্রার্থীদের নিয়ে অনুষ্ঠীত করাহয় বিজয় সংকল্প জনসভা। আজকের এই জনসভায় প্রধানবক্তাহিসাবে উপস্থিতছিলেন কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের এই জনসভায় প্রধানবক্তার পাশাপাশি উপস্থিতছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসার ডাক্তার মানিক সাহা, বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী শঙ্কর রায়, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিজেপি মনোনিত প্রার্থী প্রমোদ রিয়াং, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের আই পি এফ টি মনোনিত প্রার্থী শুক্লা চরন নোয়াতিয়া সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। আজকের এই জনসভায় বক্তব্যরাখতেগিয়ে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূল কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন। তিনি জানান বর্তমানে ত্রিপুরা রাজ্যে বিজেপিকে হারানোর জন্য সি পি আই এম ও কংগ্রেস জোট বেধেছে। অপরদিকে দুই জোট সঙ্গীকে পিছনথেকে পরোক্ষভাবে সাহায্যের হাত বারিয়েদিয়েছে তিপ্রামথা। তাই কংগ্রেস কে ভোটদিলে সেই ভোটপাবে সি পি আই এম এবং তিপ্রামথাকে ভোটদান করলে সেই ভোট চলেযাবে সি পি আই এম এর কাছে। তাই রাজ্যে বিগতদিনের কালোদিন যাতেকরে ফিরেনাআসে তারজন্য আসন্ন বিধানসভা নির্বাচনে ১৬ই ফেব্রুয়ারী পদ্মফুল চিহ্নে ভোটদিয়ে বিজেপি মনোনিত প্রার্থীদের বিপুল ভোটেজয়যুক্ত করার বিশেষ আহব্বান জানান। কেন্দ্রীয় সরষ্ট্রমন্ত্রী উনার বক্ত্যবের মাধ্যমে জানান আসন্ন বিধাসভানির্বাচনে বিজেপি জয়যুক্তকরে রাজ্যে পুনরায় বিজেপি সরাকার গঠন করলে এডিসি এলাকা উন্নয়নে কাজ করেযাবে রাজ্যসরকার। বিজেপি কতৃক আয়োজিত আজকের এই জনসভায় উপস্থিত বিজেপি কর্মীসমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্যকরাযায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য