Friday, November 14, 2025
বাড়িখবররাজ্যআসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সিপি আই এম,আর এস পি, বামফ্রন্ট,সি...

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সিপি আই এম,আর এস পি, বামফ্রন্ট,সি পি আই এবং কংগ্রেস দলের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়


আসন্ন বিধানসভা নির্বাচনে এবার সি পি আই এম ও কংগ্রেস দল জোট হয়ে লড়াই করছে l তারা লড়াই করছে শাসক দল বিজেপি র বিরুদ্ধে l নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে জোরদার লড়াই করছে এই জোট সঙ্গী দুই দল l এরই অঙ্গ হিসেবে সোমবার সিপি আই এম,আর এস পি, বামফ্রন্ট,সি পি আই এবং কংগ্রেস দলের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় l উপস্থিত ছিলেন সি পি আই এম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা সহ বিভিন্ন দলের নেতৃত্বরা l সাংবাদিক সম্মেলনে সি পি আই এম দলের রাজ্য সম্পাদক বলেন, মবস্বর আলী সি পি আই এম দলের বিধায়ক ছিলেন l তিনি সম্প্রতি নিজ দল ত্যাগ করে বিজেপি দলে যোগ দিয়ে দল থেকে টিকিট পেয়ে Kailasahar কেন্দ্রে লড়াই করছেন l আমরা কিন্তু মবস্বর আলীকে এখনো বহিষ্কার করেনি, প্রক্রিয়া চলছে l এই ভাবেই establishment সিস্টেম Violence করা হচ্ছে বলে তিনি জানান l সাংবাদিক সম্মেলনে জিতেন চৌধুরী বলেন, দেশের এক বিশেষ পরিস্থিতিতে ত্রিপুরার যে নির্বাচন, এই নির্বাচনে রাজ্যের বর্তমান শাসক দল যারা গত 5 বছর আগেও মিথ্যার উপর ভর করে এই রাজ্যের ক্ষমতা দখল করেছিল l মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল বলে তিনি জানান।
এদিকে সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের নেত্রী বলেন, নির্বাচনে সকল দলেরই প্রচার করার অধিকার রয়েছে l বাইক রেলি করতে পারছি না আমরা.l সেক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে যে 48 ঘণ্টা বা 72 ঘন্টা আগে অনুমতি নিতে হবে l এক্ষেত্রে শাসক দল বিজেপি কিভাবে প্রচার করে চলেছে, এবিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি l সাংবাদিক সম্মেলনে শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছে উপস্থিত বিভিন্ন দলের নেতৃত্বরা l তারা নির্বাচনি প্রচারে র জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য