রাতের অন্ধকারে চুর চুরি করে পালিয়ে গেল এক ব্যাক্তির বেশ কিছু মূল্যবান সামগ্রী, মোবাইল ফোন সহ টাকার ব্যাগ। ঘটনাটি ঘটে রবিবার ভোর রাত আনুমানিক ৩ টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন মহারানী পুর দক্ষিণ দাস পাড়া এলাকায় অভিজিৎ দাস নামের এক ব্যাক্তির বাড়িতে। উল্লেখ্য থাকে,, মহারানী পুর দক্ষিণ দাস পাড়া এলাকার বাসিন্দা পেশায় স্বাস্থ্য দপ্তরের কর্মী অভিজিৎ দাস নামের এক ব্যাক্তি অন্যান্য দিনের মতোই গতকাল রাতের খাওয়া-দাওয়া শেষে নিজ ঘরে ঘুমোচ্ছিল। কিন্তু আজ ভোররাতে ঘুম থেকে উঠে উনার প্রাকৃতিক কাজ সারার জন্য ঘর থেকে বেরোবার সময় আচমকাই দেখতে পায় উনার ঘরে রাখা উনার মোবাইল ফোনটি নেই, তখন তিনি প্রত্যক্ষ করতে পারে যে ঘরের একটি দরজা কে বা কাহারা খুলে ঘরের ভেতরে প্রবেশ করেছে। সঙ্গে সঙ্গে সে তার মোবাইল ফোনটি অনেক খোঁজাখুঁজি করে এবং প্রত্যক্ষ করতে পারে যে তার ঘরের থাকা মোবাইল ফোন সহ একটি ট্যাব, প্রয়োজনীয় কাগজপত্র সহ অল্প কিছু টাকার একটি ব্যাগ ঘর থেকে উধাও হয়ে গেছে। পরবর্তীতে সে এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং তার চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে বাড়ির অন্যান্য লোকজনেরা। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। কিন্তু, ঘরের মধ্যে মানুষজনদের উপস্থিতিতে রাতের অন্ধকারে ঘরের দরজা খুলে ঘরের ভেতরে প্রবেশ করে এই দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।।



