আসন্ন বিধানসভা নির্বাচনে ২৮ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে বামগ্রেস জোটের কংগ্রেস দলের মনোনীত প্রার্থী অশোক কুমার বৈদ্য -এর সমর্থনে এক নির্বাচনী প্রচার মিছিল সংঘটিত করা হয় তেলিয়ামুড়াতে শনিবার। এই দিন সি.পি.আই(এম) এবং কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেসের মনোনীত প্রার্থী অশোক কুমার বৈদ্যর সমর্থনে সি.পি.আই(এম) তেলিয়ামুড়া মহকুমার কমিটির কার্যালয় থেকে এক মিছিল সংঘটিত করা হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন কংগ্রেস প্রার্থী অশোক কুমার বৈদ্য,,,, সি.পি.আই(এম) মহকুমার কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, বামগ্রেস নেতা-নেত্রী সহ কর্মী সমর্থকরা। এদিনের এই মিছিলটি সি.পি.আই(এম) তেলিয়ামুড়া মহকুমা কমিটি কার্যালয় থেকে শুরু করে, তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাপ্তি হয়।।



