হাতেগুনা আর কিছুদিনপর অনুষ্ঠীতহতেযাচ্ছে বিধাসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্রকরে প্রচারকাজ চালিয়েযাচ্ছে বিজেপি সমর্থীত কর্মীরা। এরইমধ্যে ৩৬ শান্তির বাজার বিধানসভাকেন্দ্রে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্তকরার লক্ষ্যে শান্তির বাজার সমর চৌধুরী স্মৃতি মার্কেটে অনুষ্ঠীত করাহয় নির্বাচনী জনসমাবেশ। আজকের এই জনসমাবেশে উপস্থিতছিলেন পশ্চিম বাংলার বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ। প্রধানবক্তার পাশাপাশি উপস্থিত ছিলেন ৩৬ শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের বিজেপি মনোনিত প্রার্থী প্রমোদ রিয়াং, ৩৬ শান্তির বাজার বিজেপির মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দরা। আজকের জনসমাবেশে বক্তব্যরাখতেগিয়ে প্রধানবক্তা দিলীপ ঘোষ ত্রিপুরার রাজ্য সরকার ও শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়কের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর কথা জনসন্মুখে তুলেধরেন। তিনি বক্তব্যের মাধ্যমে পশ্চিম বাংলায় তৃনমূল কংগ্রেসের বিভিন্ন কাজের সমালোচনাকরেন। দিলীপ ঘোষ জানান যেসকল লোকজন বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজ দেখেছেন তারা আর কোনো অন্যদলের সরকার চাইবেননা। তাই রাজ্যের উন্নয়নেরধারা বজায় রাখতে শান্তির বাজার বিধানসভাকেন্দ্রে বিজেপি মনোনিত প্রার্থীকে বিপুলভোটে জয়যুক্ত করারবিশেষ আহব্বান জানান।



