রাজ্য রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত তথা শাসক দল বিজেপির হেভিওয়েট নেতা রতন লাল নাথের দাপুটে ময়দান বললেই চলে এই দুই নং কেন্দ্রটি ।ফের একবার বিজেপির এই কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনীত হন ।লড়াইয়ে চারজন প্রার্থী থাকলেও ময়দানে নেমে ভোট প্রচার এবং জনসংযোগে কেবলমাত্র প্রার্থী রতন লাল নাথকেই দেখা যাচ্ছে ।মনোনয়ন পত্র জমার পর থেকেই রতন লাল নাথ মোহনপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি আনাচে-কানাচে ঘুরে ঘুরে সাধারণ নাগরিকদের কাছে ছুটে যাচ্ছেন ।অন্যান্য দিনের মতো শুক্রবারও রতন লাল নাথ মোহনপুর মন্ডলের বিজেপি নেতৃত্বদের নিয়ে মোহনপুর বিধানসভায় বেশকয়েকটি স্থানে সভা,করেন কথা বলেন লোকজনদের সাথে এবং মতামত নেন তাদের।এদিন সকালে মোহিনীপুর গ্রামের আরাকাটা,কালাছড়া গ্রামের কলাগাছিয়া,রাঙাছড়া গ্রামের চা বাগান ইত্যাদি স্থানে উঠান সভার মাধ্যমে লোকজনদের সাথে কথা বলেন।কর্মসূচি শেষে মোহনপুর বাজারস্থিত যুবমোর্চার মন্ডল কার্যালয়ে একটি সাক্ষাৎকারে তিনি সংবাদ মাধ্যমকে জানান গতবারের তুলনায় এবারকার নির্বাচনী ফলাফলে ভোটের ব্যাবধান বৃদ্ধি পাবে, । কারণ একটাই মোহনপুরে বিজেপির বিরোধী প্রার্থীরা সকলেই বহিরাগত, ভোটাররা কেউই তাদের চেনেন না।তার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় মোহনপুরে কংগ্রেস দলের নেই কোন সংগঠন, যেটা মোহনপুরে বিজেপি প্রার্থীর জন্যে বাড়তি মাইলেজ।মোহনপুরের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে বিজেপিকে, ।মোহনপুরের উপজাতি অংশের মানুষরা যে ত্রিপ্রাল্যান্ডের বিরুদ্ধে সেটার প্রমাণ তারা নিজেরাই দেবে ভোট প্রদানের মাধ্যমে।



