দিন দুপুরে ইন্দ্রনগর ব্লু লোটাস ক্লাবের সামনে শুক্রবার এক বাড়ি থেকে রূপক বিশ্বাস নামে ৩৭ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় রূপক বিশ্বাস এবং তার ভাই ইন্দ্রনগর ব্লু লোটাস ক্লাব এলাকায় একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন দীর্ঘদিন ধরে l দুই ভাই প্রতিনিয়ত নেশা করত। শুক্রবার সকালে রূপক বিশ্বাসের বড় ভাই রান্না ঘরে তার ছোট ভাইয়ের মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পূর্ব থানার পুলিশ l এরপর মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে ময়না তদন্তের জন্য। পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত নেশা সেবনের ফলেই রূপক বিশ্বাসের মৃত্যু হতে পারে l জানা যায় মৃত ব্যক্তির ভাই ছাড়া কেউ নেই l এদিন জিবি হাসপাতালে ময়না তদন্তের পর রূপক বিশ্বাসের মৃতদেহটি তার ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়।



