উল্লেখ্য থাকে,, ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী বিকাশ দেববর্মা হাত ধরে একের পর এক বিরোধী শিবির ত্যাগ করে বিজেপিতে যোগদানের পালা অব্যাহত রয়েছে। বুধবার ২৯ বিধানসভা কেন্দ্রের ২৩ নং বুথ অর্থাৎ মহারানী পুর এলাকায় এবং ২৮ নং বুথ অর্থাৎ চাকমাঘাট এলাকায় ও চামপ্লাই এলাকায় মিলিয়ে মোট শতাধিক ভোটার পদ্ম শিবিরের যোগদান করে। নবাগত দলে পদ্ম পতাকা হাতে দিয়ে বরণ করে নেন বিজেপি দলের প্রার্থী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব নির্মল রুদ্রপাল, টুটন দেব, ওয়াথারাই মলসম সহ বিজেপি দলের অন্যান্য নেতৃবৃন্দ’রা।
এদিনের এই যোগদান সভায় বিজেপি প্রার্থী বিকাশ দেববর্মা বলেন,, আমি বিকাশ, কৃষ্ণপুর বাসীর জন্য বিকাশ মুখী কাজ করে যেতে চাই। এবং পিছিয়ে পড়া কৃষ্ণপুর’কে উন্নতির শিখরে নিয়ে যেতে চাই। তাছাড়া, তিনি এদিনের এই যোগদান সভা থেকে বামগ্ৰেস জোট এবং তিপ্রামথা দলের নেতাকর্মীদের তীব্র সমালোচনায় মুখর ছিলেন।



