একটাই লক্ষ নির্বাচনে জয়ী হওয়া l তাই আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে প্রচারে নেমে পড়েছে কংগ্রেস দলের নেতৃত্বরাও l নির্বাচনী প্রচারের জন্য কোমর বেধে মাঠে নেমে পড়েছে তারা l বাড়ি বাড়ি প্রচার অভিজান শুরু করে দিয়েছে দলের নেতৃত্বরা। শুক্রবার সকালে কংগ্রেস দলের এক নেতৃত্ব তথা প্রাক্তন বিধায়ক গোপাল রায় বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে বের হন। এদিন রাজধানীর বনমালীপুর এলাকায় বাড়ি বাড়ি প্রচারে যান। প্রচারে গিয়ে প্রাক্তন বিধায়ক গন দেবতাদের কাছে ভোট ভিক্ষা চান। আসন্ন বিধানসভা নির্বাচনে জয় নিয়ে আশা ব্যক্ত করেন দলের এই নেতৃত্ব l নির্বাচনে তারাই জয়ী হবেন বলে তিনি জানান lপাশাপাশি এদিন রোড শোও করেন তিনি।



