গোপন খবর ভিত্তিতে বৃহস্পতিবার কমলনগর এলাকায় পুলিশ টিএসআর এবং বিএসএফের যৌথ অভিযানে মাটির নিচে পুঁতে রাখা ছয়টি নীল রঙের ড্রামে থাকা প্রায় ১৯৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। তবে এই দিনে অভিযান চলাকালে বাড়ির মালিক পালিয়ে যায় বলে খবর। জানা গেছে, সোনামুড়া মহকুমা এলাকায় গাঁজার অন্যতম করিডোর হচ্ছে কমলনগর এলাকা। আর সেখানেই প্রশাসনের যৌথ বাহিনী অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করতে সমর্থ হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন সোনামুড়া থানার ওসি মানিক দেবনাথ। তবে এই প্রসঙ্গে সোনামুড়া থানার ওসি মানিক দেবনাথের সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের জানান, অভিযান চলাকালীন সময়ে বাড়িতে কেউ ছিল না। প্রশাসনের লোকেদের আঁচ পেয়ে বাড়ি থেকে লোকজন পালিয়ে গেছে। যদিও বাড়ির মালিকের নাম জানতে চাইলে, সেক্ষেত্রে নাম প্রকাশ্যে অনিচ্ছা প্রকাশ করেন ওসি মানিক দেবনাথ। পাশাপাশি এই ঘটনায় বাড়ির মালিকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নেওয়া হয়েছে বলে জানান ওসি বাবু।



