সামনেই রাজ্য বিধানসভা নির্বাচন l আর এই নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা সহ নেশা করাবারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পুলিশ প্রশাসন l এরই অঙ্গ প্রতিনিয়ত চলছে নেশা বিরোধী অভিযান l ফের গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ ও রামনগর পুলিশ ফাঁড়ির উদ্যোগে ২জন নেশা কারবারিকে আটক করা হয় l এদের আটক করা হয় কাটাশলা যোগেন্দ্রনগর এলাকা এবং লঙ্কা মোড়া এলাকা থেকে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, হেরোইন উদ্ধার করা হয়। তাদেরকে বুধবার কোর্টে তোলা হয় রিমান্ডের আবেদন জানিয়ে l



