Friday, December 5, 2025
বাড়িখবররাজ্যবিধানসভা নির্বাচনে অমরপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে যাচ্ছেন বিজেপির শরিক দল রিপাবলিকান...

বিধানসভা নির্বাচনে অমরপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হতে যাচ্ছেন বিজেপির শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য সভাপতি সত্যজিৎ দাস

সামনেই বিধানসভা নির্বাচন l এই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে লড়াইয়ের জন্য গত বেশ কিছুদিন ধরেই সামাজিক মাধ্যমে বিজেপির শরিক দল রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য সভাপতি সত্যজিৎ দাসের নাম ঘুরপাক খাচ্ছে। এবার বিধানসভা নির্বাচনে তিনি হতে যাচ্ছেন অমরপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী। এই বিষয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিলেন দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে । তাছাড়াও বর্তমান রাজনৈতিক হিংসার বিষয়ে উনার কাছে জানতে চাইলে তিনি বলেন হিংসা কোন ভাবেই কাম্য নয় l ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি যে ধারায় চলছে সেই ধারাকে পাথেয় রেখে সকলে মিলে মিশে থাকাটাই কাম্য বলে তিনি প্রতিক্রিয়া ব্যক্ত করেন l এদিকে.,রিপাবলিকান পার্টির রাজনৈতিক উপদেষ্টা আসফাক পাটেল এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, সত্যজিৎ দাস অমরপুরের এলাকারই লোক এবং সবার সঙ্গে ওনার নিবিড় সম্পর্ক রয়েছে l আমরা চাই রাজ্যে একটা সুন্দর সরকার গঠন করুক l যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে রাজ্যে l পাশাপাশি রাজ্য বাসিরাও যাতে শান্তি পূর্ণ ভাবে বেঁচে থাকতে পারে l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য