বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ অজয় কুমার, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা, দিবাচন্দ্র রাংখল সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সাংবাদিক সম্মেলনে মুকুল ওয়াসনিক রাজ্যে কয়েকটি গণধর্ষণের ঘটনা তুলে ধরে অভিযোগ করেন, ত্রিপুরার আইন ব্যবস্থা ভেঙ্গে পড়েছে, উত্তর- পূর্ব রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি বেকার ত্রিপুরায়। এর জন্য দায়ী ভারতীয় জনতা পার্টি। বলা চলে ইতিমধ্যে রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় স্তরের নেতৃত্বের আগমন ঘটছে রাজ্যে। ছোট্ট রাজ্য ত্রিপুরাকে পাখির চোখ করে ময়দানে নেমে পড়েছে সবকটি রাজনৈতিক দল। এখন দেখার বিষয় ২০২৩ বিধানসভা নির্বাচনে শেষ হাসি কে হাসে?



