বৃহস্পতিবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দেন। এদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে হয় এই অনুষ্ঠান l আসন্ন বিধানসভা নির্বাচন l আর এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে আগত ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার নতুন ভোটারদের হাতে এপিক কার্ড তুলে দেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা এবং রাজ্য নির্বাচন কমিশনার কিরণ গিত্তে। অনুষ্ঠানের পর উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণে নির্বাচনের উপরে একটি প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতেই ভারতীয় নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ কমিটির রাজ্য সফর বলে জানা গিয়েছে l