Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের জনগণের উন্নয়নের সাথে সাথে জনগণের জীবনও বাঁচানোর ভূমিকায় মুখ্যমন্ত্রী

রাজ্যের জনগণের উন্নয়নের সাথে সাথে জনগণের জীবনও বাঁচানোর ভূমিকায় মুখ্যমন্ত্রী

তিনি রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী l মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি একজন দাঁতব্য চিকিৎসকও l রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে উনার অনেক সুনাম রয়েছে l তিনি হলেন ডাঃ মানিক সাহা l বুধবার সকালে হাঁফানিয়া হাসপাতালে অকসিত ঘোষ নামে 9 বছরের এক শিশুর দাঁতের অস্ত্রোপচার করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 2022 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছিল ডাঃ মানিক সাহাকে l প্রায় এক‌ বছরের মত নিজের পেশা থেকে কিছুটা বিরত ছিলেন তিনি l বুধবার মুখ্যমন্ত্রী নিজের পুরনো কর্মস্থল তথা হাঁপানীয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে গেলেন একটি অস্ত্রোপচার করার জন্য l এদিন সকালে তিনি অকসিত ঘোষ নামে 9 বছরের এক শিশুর Oral Cystic Lesion অস্ত্রোপচার করেন। বহু সময়ের ব্যবধানে এই অস্ত্রোপচার করলেও তেমন কোন অসুবিধা হয়নি উনার। এদিন অস্ত্রোপচার করার পর মুখ্যমন্ত্রী বলেন, অনেক দিন পর হলেও অস্ত্রোপচার করতে তেমন কোন অসুবিধা হয়নি l আগের মতই লেগেছে l মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার এর খবরের চর্চা চলছে সর্বত্র l তিনিই হলেন প্রকৃত অর্থে রাজ্যের মুখ্যমন্ত্রী , যিনি রাজ্যের জনগনের উন্নয়নের পাশাপাশি জনগনের জীবনও বাছান l এনিয়ে গর্বিত রাজ্যবাসি l

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য