বুধবার সি পি আই এম সদর কার্যালয়ে দলের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা l সাংবাদিক সম্মেলনে রাজ্য সম্পাদক বলেন, 10,323 সহ গত 5 বছরে অন্যায় ভাবে পার্ট টাইম হোক বা চুক্তি ভিত্তিক হোক কেন্দ্রীয় বা রাজ্য scheme হোক যাদেরকে ছাঁটাই করা হয়েছে l আমরা প্রত্যেককেই ক্ষমতায় এলে পুনরায় জীবিকা নির্বাহের ব্যবস্থা করব l আমরা ক্ষমতায় এলে এমন ভাবে ছাঁটাই করব না বলে তিনি আশ্বাস দেন l