আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার রাজ্যে এলেন বিজেপি দলের স্টার প্রচারক তথা প্রখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী l বুধবার সকালে তেলিয়ামুড়া জন বিশ্বাস যাত্রায় যাওয়ার আগে রাজধানীর হোটেল পোলো টাওয়ারের বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, আমি ব্যক্তিগত ভাবে রাজনীতি করি না l আমি মানুষের রাজনীতি করি l মানুষকে খুব ভালবাসি l ত্রিপুরা আগে ছিল, আর এখন কি হয়েছে l ত্রিপুরাতে এখন উন্নয়ন হয়েছে l ত্রিপুরাতে যা হয়েছে, তাতে আনন্দ করুন বলে তিনি জানান l