আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল l নির্বাচনের দিনক্ষণ ঘোষনার আগেই বাড়ি বাড়ি প্রচারে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা l সোমবার এর পর মঙ্গলবারও নিজ বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী। প্রচারে গিয়ে তিনি ব্যাপক সাড়া পান l তাই আসন্ন বিধানসভায় নির্বাচনে ৫০ এর অধিক আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি বলে আশা ব্যক্ত করেন তিনি, এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুশি সকলে l মুখ্যমন্ত্রী গন দেবতাদের কাছে রিপোর্ট কার্ড তুলে দেন l