সোমবার সমকাজে সম বেতনের দাবিতে শিক্ষা ভবনে বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে সাত দফা দাবিতে ডেপুটেশন দেন মাদ্রাসা শিক্ষকরা। এই দাবিতে অনেক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অল ত্রিপুরা মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ সরকার দাবি পূরণে কোন সদর্থক ভুমিকা নিচ্ছে না। এই অবস্থায় নির্বাচনের মুখে ফের নিজেদের দাবি নিয়ে সরব সংগঠন। এদিন সংগঠনের নেতৃত্বের অভিযোগ মাদ্রাসা শিক্ষকরা সরকারের পাশে থেকে কাজ করে এলেও তাদের জন্য কোন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এতে হতাশ মাদ্রাসা শিক্ষকরা। কেন তারা বঞ্চিত? এর জবাব চাইতেই এদিন তারা বুনিয়াদী শিক্ষা অধিকর্তার কাছে আসা বলে।