বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই তেজি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার কর্মসূচী।চলছে দলত্যাগের হিড়িক । সোমবার করমছড়া বিধানসভা এলাকায় ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে হয় কর্মী ও যোগদান সভা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, কংগ্রেস নেতা মহম্মদ বদরুজ্জামান সহ অন্যরা। এদিনের সভায় ১৫২ পরিবারের ৭১৬ ভোটার কংগ্রেসের যোগ দেন। তাদের বরণ করে নেন কংগ্রেস নেতৃত্ব। সভায় রাজ্যের বর্তমান অবস্থা তুলে ধরে সুদীপ বাবু মন্তব্য করেন যে বর্তমানে রাজ্যে ছাত্র-যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। নারীদের সম্মান লুন্টিত হয়ে যাচ্ছে এই রাজ্যে।এর বিরুদ্ধে লড়াই কংগ্রেস করতে জানে। সোমবার করমছড়া ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে যোগদান ও কর্মী সভায় এই মন্তব্য করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। তাছাড়া তিনি এদিন আরো বলেন যে কংগ্রেসের কাছে বাইক, হেলমেট বাহিনী নেই। কিন্তু মানুষকে ভালবাসা, বিশ্বাস ও সম্মান করতে জানার মতো অস্ত্র রয়েছে কংগ্রেসের কাছে। এই তিনের মাধ্যমেই মানুষকে, ত্রিপুরাকে জয় করার বার্তা দিলেন সুদীপ রায় বর্মন।