কৃষি ও উদ্যান দপ্তরের আওতাধীন রয়েছেন প্রচুর বাগিচা শ্রমিক।দীর্ঘদিন ধরেই এই শ্রমিকদের দাবি নিয়মিত করনের। তাদের দাবী দাওয়া পূরনের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তা পূরন হয়নি। রাজ্য মন্ত্রিসভা শ্রমিক কর্মচারীদের মহার্ঘ ভাতা ঘোষনার সময়, বাগিচা শ্রমিকদেরও পারিশ্রমিক অনেকটা বৃদ্ধি করার পরও শ্রমিকদের একটাই দাবি নিয়মিতকরণ। তাই শনিবার সকালে দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সরকারি বাসভবনে সামনে বাগিচা শ্রমিকরা মিলিত হন। পরে শ্রমিকদের এক প্রতিনিধিদল মন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন এবং দাবি জানান নির্বাচনের আগে সম্ভাব্য শেষ মন্ত্রিসভার বৈঠকে তাদের দাবিকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার। মন্ত্রী প্রতিনিধিদের ফের আরো একবার আশ্বস্ত করেন বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রীর এই আশ্বাস পেয়ে বাগিচা শ্রমিকরা এদিন ঘরমুখী হলেও, আদৌ কি মন্ত্রিসভায় বাগিচা শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হবে ? সেটাই এখন রাজ্যের বিভিন্ন সরকারি পার্ক ও বাগানগুলিতে কর্মরত বাগিচা শ্রমিকদের কাছে লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।