শনিবার আবারো নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে শিক্ষা মন্ত্রীর দরখাস্ত হলেন এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকাররা। এমনটাই দেখা গেল আগরতলা কৃষ্ণনগরস্থিত মন্ত্রী রতন লাল নাথের নিজ বাসভবনের সামনে। কিন্তু এই বেকারদের সাথে মন্ত্রী দেখা করতে অনীহা প্রকাশ করলে, একসময় ক্ষুব্ধ বেকাররা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এর মধ্যেই মন্ত্রী মহাকরণের উদ্দেশ্যে রওনা দিলে বেকারদের ক্ষোভের মুখে পড়েন। পরে বাধ্য হয়ে মন্ত্রী গাড়ি থেকে নেমে অনেকটা উত্তেজিত হয়ে বেকারদের জানান তাদের বক্তব্য তুলে ধরার জন্য মহাকরণে গিয়ে কথা বলার।