রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজে ককবরক ভাষা শিক্ষার জন্য আজ উচ্চ শিক্ষা দপ্তরের মাধ্যমে ১৮ জনকে ককবরক সহকারি অধ্যাপকের অফার প্রদান করা হবে। আজ বিকেলে সচিবালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানান। তিনি আরও জানান, রাজ্যের ছেলে মেয়েদের বহির্রাজ্যে চাকুরি পরীক্ষার কোচিং নেওয়ার সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোগে ‘লক্ষ্য প্রকল্প’ চালু করা হয়। এই প্রকল্প অনুযায়ী চাকুরি পরীক্ষার কোন ছেলে মেয়ে প্রিলিমস পরীক্ষায় উত্তীর্ণ হলে তাকে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হত। এখন সেই অর্থরাশি বাড়িয়ে ২ লক্ষ টাকা করা হয়েছে। শিক্ষামন্ত্রী আশাব্যক্ত করেন এরফলে রাজ্যের ছেলে মেয়েদের বাইরে গিয়ে চাকুরী পরীক্ষার ক্ষেত্রে অনেক উপকারে আসবে। রাজ্যের ছেলে মেয়েরা আরও বেশি পরিমাণে এসব পরীক্ষায় অংশগ্রহণে উদ্যোগী হবে। I শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের বিভিন্ন কলেজে কর্মরত ১৬ জন স্নাতকোত্তর শিক্ষকদেরকে সহকারি অধ্যাপক পদে স্বীকৃতি প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও ৫টি সহকারি অধ্যাপকের পদ সৃষ্টি করার জন্য রাজ্য শিক্ষা দপ্তর থেকে অনুমোদনের জন্য অর্থ দপ্তরে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, রাজ্যের ২২৮ জন চুক্তি ভিত্তিক রামসা শিক্ষকদের বেতন ৪,০১০ টাকা করে বাড়ানো হয়েছে। তারা আগে পেত মাসিক ২৬ হাজার ৭৩০ টাকা। বর্তমানে তাদের বেতন ৪,০১০ টাকা বৃদ্ধি পাওয়ায় তারা মাসিক বেতন পাবেন ৩০ হাজার ৭৪০ টাকা।