Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যরহিমপুর সীমান্তে ১৬৩ নং গেইটের কাছ দিয়ে কিছু পাচারকারীরা বাজি ও নেশা...

রহিমপুর সীমান্তে ১৬৩ নং গেইটের কাছ দিয়ে কিছু পাচারকারীরা বাজি ও নেশা সামগ্রী বাংলাদেশে পাচারের সময় আটক করেন আশাবাড়ি বিউপির বিএসএফ জওয়ান

ঘটনার বিবরনে জানা যায় বিএসএফকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে কাঁটাতারের বেড়া কেটে কিছু পাচার কারিরা প্রত্যেকদিনের ন্যায় এদিনেও নেশা সামগ্রী ও বাজি গুলি পাচরারে সময় আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ এর,পরবর্তী সময়ে এই বাজেয়াপ্ত জিনিসগুলি নিয়ে আসা হয় আশাবাড়ি বিউপিতে পরবর্তী সময়ে এই জিনিস গুলি কলমচৌড়া থানাতে দেওয়া হয়,কথায় তো আছে চোরের দশদিন বিএসএফ এর একদিন,গোপন সূত্রের খবর এই বাজি ও নেশা সামগ্রী রহিমপুর এলাকার কুখ্যাত নেশা কারবাড়ি শাকিল মিঞার,এই শাকিল মিঞা রাতের অন্দকারে কাঁটাতারের বেড়া কেটে এই অবৈধ ব্যবসা দীর্ঘদিন ধরে করে যাচ্ছে,কিন্তু আবার লোকের কাছে প্রচার করছে যে পুলিশ নাকি টাকা দিয়ে হাতের মোটেতে রাখেন,


RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য