রাষ্ট্রীয় মর্যাদায় আজ প্রয়াত রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মাকে শেষ বিদায় জানানো হয়েছে। তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারাণীপুরের নকশিরাই পাড়াতে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ প্রয়াত মন্ত্রীর শবদেহ তাঁর পৈতৃক বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে প্রয়াত মন্ত্রীর পরিবার, আত্মীয়স্বজন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, অগণিত গুণমুগ্ধ ও প্রশাসনিক আধিকারিকগণ উপস্থিত ছিলেন। প্রয়াত মন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন বিধায়ক ডা. অতুল দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য কমল কলই, খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, রাজ্য পুলিশের আইজি সৌমিত্র ধর, খোয়াই জেলা পুলিশ আধিকারিক রতিরঞ্জন দেবনাথ, তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী প্রমুখ। এদিকে, আজ সকালে প্রয়াত রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার মরদেহ অ্যাডভাইজার চৌমুহনির বাসভবন থেকে প্রথমে আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে আসা হয়। সেখানে প্রয়াত রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন আকাশবাণী আগরতলা কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর অব ইঞ্জিনিয়ারিং ভি দিনেশ কুমার, প্রোগ্রাম এক্সিকিউটিভ বদরু দোজা, প্রোগ্রাম এক্সিকিউটিভ জয়শ্রী দেববর্মা ও অন্যান্য কর্মচারিগণ। উল্লেখ্য, প্রয়াত রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা এক সময় আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্টেশন ডিরেক্টর ছিলেন। আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে আসা হয় বিধানসভা প্রাঙ্গণে। সেখানে প্রয়াত মন্ত্রীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, বিধানসভার সরকারি মুখ্যসচেতক বিধায়ক কল্যাণী রায়, বিধায়ক সহিদ চৌধুরী, বিধায়ক রতন ভৌমিক, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক প্রশান্ত দেববর্মা, বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা, বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া, বিধানসভার সচিব বিষ্ণুপদ কর্মকার প্রমুখ। এরপর প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে আসা হয় সচিবালয় প্রাঙ্গণে। সেখানে প্রয়াত মন্ত্রীর মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, বিধায়ক ডা. দিলীপ দাস, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অতিরিক্ত মহানির্দেশক সৌরভ ত্রিপাঠি, পশ্চিম জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, সচিব টি কে চাকমা, সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন।