Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যউত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ধর্মনগরস্থিত উত্তর ত্রিপুরা জেলা হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং হাসপাতালের বিভিন্ন পরিষেবা বিষয়ে খোঁজখবর নেন। তিনি ধর্মনগর হাসপাতালে আগে থেকেই তৈরি করা ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টারটিও ঘুরে দেখেন এবং সেখানে বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, রাজ্য সরকার রাজ্যের সবগুলি জেলা হাসপাতালগুলিতে আগরতলাস্থিত রাজ্যিক হাসপাতালগুলির মতো বিভিন্ন উন্নত পরিষেবা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে লক্ষ্যেই এই পরিদর্শন। তিনি আরও বলেন, এই পরিদর্শনের আগে মুখ্যমন্ত্রী এই হাসপাতালে এসে যে যে নির্দেশ দিয়েছিলেন তা কতটা কার্যকর হয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখতেই পুনরায় এই পরিদর্শন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যিক হাসপাতালগুলিতে যে যে পরিকাঠামো ও লজিস্টিক সাপোর্ট রয়েছে এই সবগুলি জেলা হাসপাতালগুলিতে চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এতে রাজ্যিক হাসপাতালগুলিতে যেমন রোগীর চাপ কমবে পাশাপাশি জেলাস্তরের রোগীদেরও সুবিধা হবে। এদিন মুখ্যমন্ত্রীর পরিদর্শনকালে বিধায়ক মলিনা দেবনাথ, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, জেলার এসপি ড. কিরণ কুমার কে, জেলা হাসপাতালের সুপার ডা. দীপক হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য