Monday, June 30, 2025
বাড়িখবররাজ্যপারদ নিম্নমুখী হতেই খোয়াই শহর কুয়াশার চাদরে ঢাকা পড়া যায় সন্ধ্যা রাতেই।...

পারদ নিম্নমুখী হতেই খোয়াই শহর কুয়াশার চাদরে ঢাকা পড়া যায় সন্ধ্যা রাতেই। কুয়াশা ও ঠান্ডার হাত থেকে বাঁচতে বিভিন্ন স্থানে কাগজ পুড়িয়ে হাত পা গরম করার আমেজে ব্যস্ত জনগণ।

পৌষ মাসে শীতের মৌসুমে তাপমাত্রা নিম্নমুখী হওয়াতে শীতের আমেজ নিতে ব্যস্ত সকলে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রচন্ড কুয়াশা বেলা দুইটা পর্যন্ত সূর্য মামার দেখা মিলেনি আকাশে যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের এক কোণে কিছুটা সূর্য মামা উকি দিয়ে ছিল কিন্তু রোদ্রের সেই রকম কোন প্রখরতা পরিলক্ষিত হয়নি আবার বেলা শেষ হওয়ার সাথে সাথে কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেয়ে সন্ধের আগেই সমস্ত খোয়াই শহর কুয়াশার চাদরে ঢাকা পড়ে। সকালে তাপমাত্রার পরিমাণ ছিল ১৪ ডিগ্রী সেলসিয়াস বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা 16 এবং 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। বিকাল থেকে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী এবং খোয়াই শহর এবং শহর লাগুয়া বাজার গুলিতে প্রায়ই লক্ষ্য করা যায় আগুন জ্বালিয়ে শীতের আমেজ গ্রহণ করতে ব্যস্ত ব্যবসায়ীরা। জাগায় জাগায় দাহ্য বস্তু জ্বালিয়ে হাত-পা একটু সেঁকে নিতে ব্যস্ত ক্রেতা বিক্রেতার সাধারণ মানুষ গান। উপরন্তু খোয়াই সুভাষ পার্ক ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে খোয়াই বিমানবন্দর মাঠে চলছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনে খোয়াই এর ধর্মপ্রাণ জনগণ শামিল হচ্ছে। শীতের সন্ধ্যায় কাচুমাচু করে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করার যে বাড়তি আমেজ পরিলাক্ষিত হয়। সম্ভবত আজ এ বছরের শীতের মৌসুমের তাপমাত্রা সবথেকে নিম্নমুখী। যদিও আমাদের রাজ্য তথা খোয়াই নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যেই পড়ে, শীতের এই মৌসুমে তাপমাত্রা নিম্ন মুখি হলে বৃদ্ধ এবং বৃদ্ধাদের একটু সমস্যা পড়তে হবে। যদিও এই শীতের মৌসুমে একাংশ যুব বনিতা শীতকালীন বনভোজনের ব্যস্ত হয়ে পড়ে এ বছর অন্যান্য বছরের মত শীতকালীন বনভোজন এতটা পরিলক্ষিত হচ্ছে না। খোয়াইয়ের দুই দুটি পিকনিক স্পট রয়েছে বনবীথি এবং জঙ্গলমহল সেগুলিতে সেই রকম বনভোজন কারী দলের আনাগোনা লক্ষ্য করা যায় না। খোয়াই এর পিকনিক স্পট এর কর্তৃপক্ষ আশা করছেন যেহেতু শীতের প্রভাব বৃদ্ধি পেয়েছে বনভোজনকারী ভ্রমণ পিপাসীদের আগমন ঘটতে পারে বেশি বেশি করে। যাই হোক তাপমাত্রা নিম্নমুখী হওয়াতে বর্তমানে শীতের আমেজ উপভোগ করার মত পরিবেশ গড়ে উঠেছে। অন্যদিকে শীতবস্ত্র বিক্রি করে বিভিন্ন ব্যবসায়ীরা এ বছর একটু আসার মুখ দেখতে পাচ্ছে ঠান্ডা জমিয়ে পড়ার কারণে। বিগত 15 দিন আগেও বিভিন্ন ব্যবসায়ীদের আক্ষেপ ছিল ঠান্ডা পড়বে বলে তারা প্রচুর শীতের বস্ত্র সংগ্রহ করে রেখেছিল দোকানে দোকানে কিন্তু কিন্তু ১৫ দিন আগে সেই ঠান্ডার কোন লেস মাত্র ছিলনা গত কয়েকদিন ধরে তাপমাত্রা নিম্নমুখী হওয়াতে বিভিন্ন কাপড়ের দোকানের শীত বস্ত্র গুলি কেনাকাটি করতে গ্রাহকরা দোকানে দোকানে ভিড় জমাতে দেখা যাচ্ছে। এখন দেখার বিষয় এই কুয়াশা এবং ঠান্ডা কতদিন বজায় থাকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য