খোয়াই অফিস টিলা জেলা পুলিশ আধিকারিক অফিস গৃহ থেকে মাত্র ১৫০ মিটার দূরত্বে নিশি কুটুম্বদের হানা চুরি হলো ৩০০ কেজি রাবার সিট। ঘটনা বিবরণে জানা যায় মঙ্গলবার রাত একটা নাগাদ খোয়াই অফিস টিলা এনপিসি এলাকার বাসিন্দা প্রমোদ ঘোষ পিতা মৃত প্রহ্লাদ ঘোষ এর বাড়ি থেকে প্রায় ৩০০ কেজি রাবার চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল। এই বিষয়ে বাড়ির মালিক প্রমোদ ঘোষ জানায় অন্যান্য দিনের মতো গতকাল ও তিনি নির্দিষ্ট সময় ঘুমিয়ে থাকেন। রাতে কোন সময় নিশি কুটুম্বের দল উনার বাড়ির একটি ঘরে জমাকৃত প্রায় ৩০০ কেজি রাবার সিদ কেটে নিয়ে যায় নিচে কুটুম্বের দল। বুধবার সকালে অন্যান্য দিনের মতো রাবার এর গোডাউন এর দরজা খুলতে গিয়ে দেখতে পান গোডাউন ঘরের এক দিকে মাটি খুঁড়ে ঘরে প্রবেশ করেন এবং দরজা খুলে এই কর্মকাণ্ড চালিয়েছে। এই ঘটনা দেখে প্রমোদ ঘোষ হতভাগ হয়ে যান। তিনি এও বলেন গত কিছুদিন আগে ওনার গাড়ি ভাঙচুর করা হয় অগ্নিসংযোগ করা হয় এবং ওনাকে মারধরও করা হয় পাশাপাশি উনার পুকুরে বিষও ঢালা হয় এই কর্মকান্ড গুলি যারা চালিয়েছেন তারাই এই চুরি কান্ডের সাথে জড়ি বলে মনে করছেন। বিগত কিছুদিন আগে খোয়াই শহর এবং শহরতলী লাগোয়া এলাকাগুলিতে ব্যাপক হারে চুরির ঘটনা ঘটছিল তখন তৎকালীন খোয়াই থানার ওসি উদ্যম দেববর্মা অক্লান্ত প্রচেষ্টা নৈশ কালীন চুরির কাণ্ডের সঙ্গে যুক্ত চোরের মাস্টারমাইন সহ দুজনকে জালে তুলতে সক্ষম হওয়ার পর শহরতলী এবং শহর লাগোয়া এলাকায় চুরির ঘটনা অনেকটা লাগাম টানা সম্ভব হয়েছিল, বর্তমান সময়ে আবারো খোয়াই শহর এলাকায় চুরির ঘটনা শুরু হয়েছে। এই সমস্ত চুরির ঘটনা গুলির লাগাম টানার জন্য খোয়াই পুলিশ প্রশাসনে বাড়তি নজরদারি বাড়ালে হয়তোবা চুরির ঘটনা লাগাম টানা সম্ভব হবে বলে মনে করছেন কয় বাসি। এখন দেখার বিষয় এই আগামী দিনে এই চুরির ঘটনা রাস টানতে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে।