Monday, June 30, 2025
বাড়িখবররাজ্যসিপিএমের উদ্যোগ খোয়াই মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় জনশিক্ষা দিবস পালিত

সিপিএমের উদ্যোগ খোয়াই মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় জনশিক্ষা দিবস পালিত

খোয়াই মহকুমা জুড়ে মংগলবার বিভিন্ন জায়গাতে সিপিএম দলের উদ্যোগে উদযাপিত হল ৭৮তম ঐতিহাসিক জনশিক্ষা দিবস।কর্মসূচীর আয়োজক ছিল জি এম পি।পতাকা উত্তোলন ও জনশিক্ষা আন্দোলনের উদ্গাতারা নেতৃবৃন্দের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সি পি আই এম র জেলা কার্য্যালয়ে জি এম পি -র পতাকা উত্তোলন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত দেববর্মা।পরে জননেতা দশরথ দেব সহ জনশিক্ষা আন্দোলনের প্রয়াত নেতৃবৃন্দের প্রতিকৃতিতে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রঞ্জিত দেববর্মা, জি এম পি -র কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সদস্য নরেশ দেববর্মা, বিভাগীয় সম্পাদক সুবোধ দেববর্মা , গণ আন্দোলনের নেতা সুখেন্দু বিকাশ দে সহ অন্যান্য নেতৃবৃন্দরা।জনশিক্ষা দিবসের তাৎপর্য্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন রঞ্জিত দেববর্মা। রামচন্দ্রঘাটের আমপুরায় দশরথ দেব স্মৃতিসৌধের প্রাঙ্গণেও হয় পৃথক কর্মসূচী।সেখানে দশরথ দেব সহ প্রয়াত জননেতাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জি এম পি – সহ সভাপতি রঞ্জিৎ দেববর্মা , সহ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, সংগঠনের নেতা বিশ্বরঞ্জন দেববর্মা, নীলু দেববর্মা, সমরেশ দেববর্মা, রাধারাণী দেববর্মা প্রমুখ।বক্তব্য রাখেন রঞ্জিত দেববর্মা ও পদ্ম কুমার দেববর্মা।স্মৃতিসৌধ থেকে আমপুরা বাজার পর্য্যন্ত হয় মিছিলও।
এছাড়াও চাম্পাহাওরে জি এম পি নেতা সুবোধ দেববর্মা, রাজনগরে নন্দলাল দেববর্মা, বেহালাবাড়ীতে সমীর দেববর্মা, পদ্মবিলে নীলু দেববর্মা পতাকা উত্তোলন করে নেতৃবৃন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।বেলছড়ার হাতকাটায় জি এম পি -র কেন্দ্রীয় সহ সভাপতি রঞ্জিৎ দেববর্মা ও চেবরীতে গণ আন্দোলনের নেতা বিধু ভূষণ রায় পতাকা উত্তোলন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য