Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যরাজ্যে গুণগত শিক্ষা সম্প্রসারণে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

রাজ্যে গুণগত শিক্ষা সম্প্রসারণে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রাজ্যে গুণগত শিক্ষা সম্প্রসারণে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হয়েছে। আজ আগরতলার শান্তিপাড়ায় ক্ষেত্রমোহন নতুন ইংরেজী মাধ্যম একাডেমির ফলক উন্মোচন ও ভূমি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। তিনি বলেন, শান্তিপাড়া এলাকার নাগরিকদের বহু দিনের স্বপ্ন ও দাবি ছিল ক্ষেত্রেমোহন বিদ্যালয়কে নিয়ে। আজ সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। এই বিদ্যালয়ের একটা ইতিহাস, পরম্পরা ও কৃষ্টি সংস্কৃতি ছিল। এখন এই বিদ্যালয়ের কারণে এলাকার সামাজিক অবস্থানেরও পরিবর্তন হবে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সব সময় বলেন যাদের কাছে জ্ঞান থাকবে তাদের হাতেই আগামী দিনে ভারতবর্ষ ও সমগ্র বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব থাকবে। এই জ্ঞান অর্জনের প্রথম স্তর হচ্ছে বিদ্যালয়। এই বিদ্যালয় থেকেই নিজের জীবনকে সঠিকভাবে গড়ে তুলতে হবে ছাত্রছাত্রীদের। মুখ্যমন্ত্রী বলেন, ক্ষেত্রমোহন নতুন ইংরেজী মাধ্যম একাডেমির পরিকাঠামোর উন্নয়নের জন্য ইতিমধ্যেই প্রায় ১ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ত দপ্তরকে এই অর্থ বরাদ্দ করা হয়েছে। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের কাজকে ত্বরান্বিত করার পাশাপাশি পর্যায়ক্রমে বিদ্যালয়ের পরিকাঠামো সম্প্রসারণে যাতে কোনপ্রকার প্রতিবন্ধকতা না আসে তার জন্যও যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমেই রাজ্যের নাগরিকদের মৌলিক চাহিদাগুলি পূরণে সরকার প্রয়াস নিয়েছে। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নেও সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রাজ্যের বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন, ৯টি বিভাগে সুপার স্পেশালিটি ইউনিট চালুর উদ্যোগ, চিকিৎসকদের পদোন্নতি, আরও চিকিৎসক নিয়োগের জন্য সার্ভিস রুলস সংশোধন করা হয়েছে। খুব স্বপ্ন সময়ে রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপন করা হয়েছে। কিন্তু কুচক্রিরা এতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, আগরতলা পুরনিগমের কর্পোরেটর রত্না দত্ত, পশ্চিম ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিক রূপন রায় প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন এলিমেন্টরি এডুকেশনের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে এলাকার চারজন প্রবীণ নাগরিককে শ্রবণ যন্ত্র প্রদান করেন মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য