Wednesday, July 2, 2025
বাড়িখবররাজ্যশ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ লড়াইয়ে কেন্দ্রকে নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করতে হবে খোয়াইয়ে...

শ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ লড়াইয়ে কেন্দ্রকে নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করতে হবে খোয়াইয়ে গণ কনভেনশনে মানিক দে র বক্তব্য

কৃষক ও শ্রমিকের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়েই মোদি সরকারকে জনবিরোধী নীতির অভিমুখ পরিবর্তনে বাধ্য করতে হবে।দেশজুড়ে তারই প্রচার প্রস্তুতি চলছে।শ্রমজীবী মানুষের ব্যাপক ঐক্য গড়ে তুলেই সারা দেশজুড়ে বি জে পি কে হঠানোর আওয়াজ আরো জোরদার করতে হবে।এছাড়া এখন আর অন্য কোন বিকল্প নেই। এমনটাই বললেন সি আই টি ইউ-র রাজ্য সভাপতি মানিক দে।মংগলবার খোয়াইয়ে শ্রমিক কৃষক ক্ষেতমজুর ও জুমিয়াদের এক যৌথ কনভেনশনে তিনি বক্তব্য রাখছিলেন।পার্শ্বনাথ মুকুল ভবনের হলঘরে আয়োজিত কনভেনশনের ডাক দিয়েছিল কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সি আই টি ইউ ও গণমুক্তি পরিষদের মহকুমা কমিটি। দশ দফা দাবীতে দেশজুড়ে চলমান লড়াই আন্দোলনের প্রচার প্রস্তুতির অংগ হিসেবে এদিনের কনভেনশনের আহ্বান করা হয়।সভাপতিমন্ডলীতে ছিলেন আলয় রায়, বিশ্বরঞ্জন দেববর্মা ও বিশ্বজিৎ সিনহা। শুরুতেই দাবীসনদ উত্থাপন সহ কনভেনশনের মূল প্রস্তাব পেশ করেন সি আই টি ইউ -র রাজ্য কার্য্যকরী কমিটির সদস্য নির্মল বিশ্বাস।প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন কৃষক নেতা মনোজ দাস , ক্ষেতমজুর নেতা নন্দলাল গোপ ও গণমুক্তি পরিষদের নেতা বিশ্বরঞ্জন দেববর্মা।উদ্দীপ্ত ও উপচে পড়া ভীড়ে ঠাসা কনভেনশনে চারটি সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় যোগ দেন।
গণকনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউ-র রাজ্য সভাপতি মানিক দে বলেন, দেশজুড়ে একটা রাষ্ট্রীয় পরিবর্তনের সম্ভাবনা তৈরী হয়েছে।কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনই আজ জরুরী হয়ে পড়েছে।এই মূহূর্তে শ্রমিক কৃষক সহ সর্বস্তরের শ্রমজীবী মানুষ লড়াইয়ের ময়দানে।শ্রমিক কৃষকের আরো ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে।এই মূহূর্তে এটা খুবই দরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য