রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকারের সহধর্মিনী পাঞ্চালী ভট্টাচার্য আজ সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন শুনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা উদ্বেগ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী এ বিষয়ে বিরোধী দলনেতা মানিক সরকারের সঙ্গে টেলিফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী ডা: সাহা বর্তমানে উত্তর-পূর্বাঞ্চল পর্ষদের এক অনুষ্ঠানে অংশ নিতে শিলং-এ রয়েছেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী টেলিফোনে সরাসরি নিউরোসার্জন ডা: সিদ্দা রেড্ডির সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাধীন পাঞ্চালী ভট্টাচার্যের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নেন। এছাড়াও মুখ্যমন্ত্রী মুখ্যসচিব জে কে সিনহার সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্য সচিব ড: দেবাশিস বসুকে হাসপাতালে গিয়ে শ্রীমতি ভট্টাচার্যের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বর্তমানে শ্রীমতি ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। প্রয়োজনে রাজ্যের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর উদ্যোগ নিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা শ্রীমতি পাঞ্চালী ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেছেন।