তেলিয়ামুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তেলিয়ামুড়া কালিটিলা স্থিত বিবেকানন্দ স্কুলের মাঠে T-10 ২০২২ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ অর্থাৎ শনিবার দিন থেকে। এদিন বিবেকানন্দ স্কুলের মাঠ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই T-10 ২০২২ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক রাজ্য নেতৃত্ব। এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস, তেলিয়ামুড়ার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অনির্বাণ সরকার সহ তৃণমূল কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্বরা। শনিবার এই ‘T-10 ২০২২ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের’ শুভ সূচনার পর,,, এদিনের প্রথম ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয় ‘জে স্টার গ্রুপ’ এবং ‘গদাই ১১’ গ্রুপের মধ্যে। তেলিয়ামুড়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তেলিয়ামুড়া কালিটিলা স্থিত বিবেকানন্দ স্কুলের মাঠে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্ট কেন্দ্র করে খেলোয়ারদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।।