অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির উদ্যোগে আন্তরজ্য blind cricket প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বিহার রানার্সআপ ত্রিপুরা এবং তৃতীয় স্থান দখল করেছে আসাম। তারই পরিপ্রেক্ষিতে সোমবার অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির সহযোগিতায় ব্লাইন্ড দের রঞ্জিত ট্রফি পুরুস্কার বিতরনিও অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ শিক্ষা দপ্তরের ডেপুটি কমিশনার অচিন্ত তালুকদার, বিশিষ্ঠ সমাজসেবিক হীরালাল সাহা, অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির প্রেসিডেন্ট ব্রজহরি দেবনাথ সহ অনন্যারা।



