সোমবার রাজধানী আগরতলার মালঞ্চ নিবাস সংলগ্ন স্টেট টেনিস কমপ্লেক্সে টিটিএ এশিয়ান র্যাঙ্কিং জুনিয়র টেনিস টুর্নামেন্টের_২০২২ এর শুভ উদ্বোধন হয়, এদিনের অনুষ্ঠানের শুভারম্ভ হয় রাজ্যের ক্রীড়া যুব কল্যাণ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী হাত ধরে। উদ্বোধনের পর মন্ত্রী পরিচয়পর্ব চলাকালীন অনুষ্ঠানে উপস্থিত টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়/উদ্যোক্তা এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন এই টুর্নামেন্টে অনেক প্রতিভাবান সম্ভাবনাময় টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন। যাঁরা খেলোয়াড় তাঁরা তাদের খেলার মাধ্যমে শুধু নিজেকেই উজ্জ্বল করে না, তাঁরা দেশের ও রাজ্যের মুখও উজ্জ্বল করেন। তাই শিক্ষার সঙ্গে সঙ্গে খেলাধুলাও করতে হবে। উপযুক্ত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। সব দিকেই এক্সপার্ট হতে হবে আমাদের নতুন প্রজন্মের তরুণদের। খেলাধুলার মাধ্যমে তরুণদের ভেতরে দেশপ্রেম জাগ্রত হবে। এর জন্য খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে আমাদের সরকার। যেকোনো খেলার সাথে যুক্ত ক্রীড়াবিদরা দেশের এবং রাজ্যের দূত। তাদের সাথে নাগরিকদের সম্পৃক্ততা, ভালোবাসা ভিন্ন পর্যায়ের। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সুযোগ্য নির্দেশনায় ক্রীড়াক্ষেত্রসহ সব সেক্টরে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তাই ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী হিসেবে রাজ্যের ক্রীড়াঙ্গনের জন্য কাজ করতে পারার মতো আনন্দ আর হয় না বলে মন্তব্য করেন। তাছাড়া এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়রা সারা বিশ্বে খ্যাতি অর্জন করুক, এটাই আমার কামনা বলে অভিমত ব্যক্ত করেন। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা,বাংলাদেশ টেনিস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি আবু সায়েদ মোহাম্মদ হায়দার, সিআরপিএফ এর ডিআইজি বিজয় কুমার, ওএনজিসি’র ত্রিপুরা প্রজেক্টের এসেট ম্যানেজার তরুণ মালিক, ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুজিত রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা॥



