ওয়ান ডে ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যে রোহিত শর্মা (rohit sharma) তা পাকা। কিন্তু টেস্টে জাতীয় দলের অধিনায়ক কে হবেন, তা নিয়ে বিস্তর আলোচনা চলছে। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে হারের পর এই ফর্ম্যাটে নেতৃত্বভার ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি (virat kohli)। এবার পরবর্তী অধিনায়ক কে হবেন, তা লাখ টাকার প্রশ্ন। নির্বাচকরা সীমিত ওভারের ফর্ম্যাটে রোহিতকে বেছে নিলেও টেস্টের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে, তাই অন্য কোনও নাম খুঁজছেন। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন, হিটম্যান যদি ফিট থাকেন, তবে তাঁকে টেস্টেও নেতৃত্বভার দেওয়া উচিত।দক্ষিণ আফ্রিকা সফরের আগেই টেস্টে জাতীয় দলের সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল রোহিত শর্মাকে। আর সীমিত ওভারের ফর্ম্যাটে অধিনায়ক করা হয়েছিল তাঁকে। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আসতেই পারেননি হিটম্যান। অন্যদিকে, টেস্ট সিরিজে হারের পর বিরাট সরে দাঁড়়িয়েছেন দায়িত্ব থেকে। এই পরিস্থিতিতে রোহিতকে কি টেস্টেও অধিনায়ক নির্বাচিত করা হবে? শাস্ত্রী বলছেন, ”রোহিত যদি ফিট থাকে, তবে কেন তাকে অধিনায়ক হিসেবে টেস্টে ভাবা হবে না। দক্ষিণ আফ্রিকায় ও চোটের জন্য যেতে পারেনি। কিন্তু ও যদি ফিট থাকে, তবে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওঁকে তো এই সফরের জন্য সহ অধিনায়ক ভাবা হয়েছিল। যদি তা হয়ে থাকে, তবে অধিনায়ক কেন ভাবা হবে না?” প্রশ্ন তুলছেন তিনি।রোহিতের বয়স এই মুহূর্তে ৩৪। এই পরিস্থিতিতে বোর্ড ভাবছে তরুণ কোনো ক্রিকেটারকে ভবিষ্যতের জন্য় গড়ে তুলতে। স্বভাবতই কে এল রাহুল ও ঋষভ পন্থের নাম ভেসে উঠেছে। কিন্তু প্রোটিয়া সফরে অধিনায়ক হিসেবে ৪ ম্যাচ খেলে চারটেতেই হারের মুখ দেখতে হয়েছে রাহুলকে। ফলে কাকে আদৌ দেওয়া হতে পারে টেস্টের ক্যাপ্টেন্সি তা নিয়ে মাথাব্যাথা বাড়ছে নির্বাচকদের।